তখন সকাল ১০টা। মুম্বাইয়ের গোরেগাঁওতে ফিল্ম সিটির প্রধান প্রবেশপথে পৌঁছতেই গাড়ি থামাল রক্ষীরা। ‘কোথায় যাবেন?’ বললাম, পরিচালক শ্যাম বেনেগালের ‘বঙ্গবন্ধু’ ছবির সেটে। ‘বঙ্গবন্ধুর সেট তো ছয়-সাতটা জায়গায় পড়েছে। আপনি কোনটায় যাবেন?’ একটু ঘাবড়ে গিয়ে এদিক-ওদিক তাকাচ্ছি দেখে রক্ষী নিজেই পরামর্শ দেন, ‘এক কিলোমিটারের মতো এগিয়ে গিয়ে গেট নম্বর দুইয়ের বাঁ দিকে দেখবেন আবু ভিলেজ, ওখানেই প্রথম সেট। সেখানে জিজ্ঞেস করলেই জানতে পারবেন টিম আজকে কোথায় কাজ করছে।’
এগিয়ে গেলাম আবু ভিলেজের দিকে। ঢোকার মুখেই ‘বঙ্গবন্ধু’ ছবির বোর্ড। গ্রামের ভেতরে ঢুকে দেখি প্রডাকশন টিমের কিছু লোক ছাড়া তেমন কেউই নেই। আর সেই সেটও ভেঙে ফেলা হচ্ছে। গ্রামবাংলার পরিচিত কুঁড়েঘর, খড়ের গাদা—সরিয়ে ফেলা হচ্ছে সব। দু-একজনের সঙ্গে কথা বলে বুঝলাম, আগের দিনও এখানে টুঙ্গিপাড়া গ্রামের দৃশ্য শুট করা হয়েছে। আজ শুটিং হচ্ছে নৌকার ঘাটে। ছবির সব কলাকুশলী সেখানেই রয়েছেন। কিন্তু ঘাটটা কোথায়? একজন বললেন, “এখান থেকে সোজা ফিল্ম সিটির ৩ নম্বর গেটের দিকে চলে যান। একটু এগোলেই দেখবেন রাস্তা দুই দিকে চলে গেছে। বাঁ দিকেরটা ধরে এগিয়ে যাবেন, পাহাড়ের ওপর দেখবেন মারাঠি ‘বিগ বস’-এর সেট। তারপর ঢাল বেয়ে নামলেই ডাউন লেক শুটিং স্পট, ‘বঙ্গবন্ধু’ আজকে ওখানেই।”
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.