
ভোট নিয়ে আবারও ভুতুড়ে কাণ্ড
চট্টগ্রাম সিটি করপোরেশনের ২০১৫ সালের ২৮ এপ্রিলের নির্বাচনের পর প্রথম আলোয় (১১ জুন ২০১৫) ‘ভোট নিয়ে ভুতুড়ে কাণ্ড’ শিরোনামে আমি একটি উপসম্পাদকীয় লিখেছিলাম। রকিবউদ্দীন কমিশনের অধীনে অনুষ্ঠিত ওই নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আ জ ম নাছিরের বিরুদ্ধে কেন্দ্র দখল করে সিল মেরে জয়ী হওয়ার অভিযোগ ওঠে। নির্বাচন কমিশনের প্রকাশিত কেন্দ্রভিত্তিক ফলাফল বিশ্লেষণ করে আমরা তখন দেখিয়েছিলাম, যেসব কেন্দ্রে ভোট দেওয়ার হার ছিল ৪৩ শতাংশ ও তার কম, সেসব কেন্দ্রে বিএনপির প্রার্থী মনজুর আলম জয়ী হয়েছিলেন; পক্ষান্তরে ৪৩ শতাংশের বেশি ভোট পড়া সব কেন্দ্রে নাছির জিতেছিলেন। নাছিরের এ জয়ের কারণ ছিল মূলত কেন্দ্র দখল করে জাল ভোট দেওয়া।