দামুড়হুদায় কলাগাছ দিয়ে তৈরি হচ্ছে সুতা!

কালের কণ্ঠ দামুড়হুদা প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২১, ১০:৪৭

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পাটাচোরা গ্রামে কলাগাছ দিয়ে তৈরি হচ্ছে আঁশ যুক্ত সুতা। দেশী প্রযুক্তিতে দুই বন্ধু মিলে বিদ্যুৎ চালিত মেশিন দিয়ে এই সুতা প্রস্তুত শুরু করেছেন। ইতোমধ্যে তৈরি সুতার মজুদ শুরু করছেন তরুণ এই দুই উদ্যোক্তা।

এক সময় গাছের কলা কেটে নেওয়ার পর গাছটি সেই স্থানেয় পচে নষ্ট হতো অথবা গাছের মালিক ওই গাছ কেটে অন্যত্র সরিয়ে ফেলে দিতো। এখন সেই পরিত্যক্ত গাছ দিয়ে সুতা তৈরি করছেন দুই বন্ধু সাইফুল ইসলাম ও আবু সাঈদ। তারা দেশি প্রযুক্তিতে তৈরি মেশিন দিয়ে কলা গাছের খোলস ছাড়িয়ে এ সুতা তৈরি করছেন। তারা পরামর্শ করে বগুড়া থেকে এই মেশিন কিনে এনে পাটাচোরা গ্রামে বসান। সপ্তাহ খানেক ধরে কলাগাছ দিয়ে সুতা তৈরি করছেন তারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও