গতকাল প্রথম আলোর প্রথম পাতায় ‘হেলিকপ্টার আর তারকাদের ফাঁদ, কষ্টে প্রতারিত মানুষ’ শিরোনামে প্রকাশিত এক সচিত্র প্রতিবেদনে কুষ্টিয়ার খোকসা উপজেলার বেতবাড়িয়া ইউনিয়নে গণপ্রতারণার যে বিবরণ ছাপা হয়েছে, তা বেশ চমকপ্রদ। কিন্তু এ ধরনের প্রতারণার ঘটনা বাংলাদেশে নতুন কিছু নয়; বরং গ্রামগঞ্জের সাধারণ মানুষের সারল্যের সুযোগ নিয়ে আর্থিকভাবে তাঁদের সর্বস্বান্ত করার ঘটনা মাঝেমধ্যেই ঘটে। এ রকম কোনো ঘটনা যখন সংবাদমাধ্যমে তুলে ধরা হয়, তখন চাঞ্চল্য দেখা দেয়; আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের বাড়তি তৎপরতা দৃশ্যমান হয়ে ওঠে, কখনো কখনো প্রতারকদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানোও সম্ভব হয়, কিন্তু জনসাধারণের টনক নড়ে না। ফলে কিছুকাল পরপরই দেশের কোনো না কোনো অঞ্চলে এ ধরনের গণপ্রতারণার পুনরাবৃত্তি ঘটে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.