![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/01/29/rice-price-290121-01.jpg/ALTERNATES/w640/rice-price-290121-01.jpg)
ভারতীয় চালে ক্রেতার ‘আগ্রহ কম’
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২১, ১৮:২৫
দর বৃদ্ধিতে লাগাম টানতে ভারত থেকে আমদানি করা চাল একসপ্তাহ ধরে বাজারে থাকলেও দাম দেশি চালের মতোই থাকায় তা কিনতে ক্রেতাদের মধ্যে তেমন আগ্রহ দেখা যাচ্ছে না বলে জানিয়েছেন বিক্রেতারা। আমদানির উদ্যোগ নেওয়ার একমাস পার হতে চললেও চালেও দাম কমানোতে তার কোনো ভূমিকা দেখা যাচ্ছে না বলে জানিয়েছেন তারা।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- চাল
- ভারতীয়
- অনাগ্রহ