![](https://media.priyo.com/img/500x/https://tds-images-bn.thedailystar.net/sites/default/files/styles/big_202/public/images/2025/02/08/cardamom-market.jpg)
বাজারে এলাচের দাম আমদানি খরচের চেয়ে তিন গুণ
ডেইলি স্টার
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৬
চট্টগ্রামভিত্তিক এস্পেসিয়া ইন্টারন্যাশনাল ট্রেডিং চলতি বছরের জানুয়ারির মাঝামাঝি ১০ টন এলাচের একটি চালান খালাস করে। প্রতিষ্ঠানটি আমদানির মূল্য দেখিয়েছে প্রতি কেজি সাড়ে সাত ডলার। সব ধরনের আমদানি খরচ, শুল্ক ও শিপিং চার্জ যোগ করলে এর দাম দাঁড়ায় প্রায় প্রতি কেজি এক হাজার ৪৫০ টাকা।
কিন্তু প্রতিষ্ঠানটি পাইকারি বাজারে এলাচ বিক্রি করেছে প্রতি কেজি চার হাজার ২০০ টাকায়, যা খুচরায় পৌঁছায় সাড়ে চার হাজার টাকায়।
অর্থাৎ আমদানি খরচের তুলনায় তিন গুণ বেশি দামে বিক্রি হচ্ছে এলাচ।
আসলেই কি আমদানিমূল্য সাড়ে ৭ ডলার?
যদিও এলাচ একটি অত্যাবশ্যকীয় মসলা, তবে এর ওপর ৫৯ শতাংশ উচ্চ শুল্ক আরোপ করা হয়েছে। বাজারসংশ্লিষ্টদের মতে, এ শুল্ক এড়াতে আমদানিকারকরা আন্ডার-ইনভয়েসিংয়ের আশ্রয় নিচ্ছেন, যেখানে প্রকৃত খরচ ১৫-২০ ডলার হলেও কাগজে দেখানো হচ্ছে সাত থেকে সাড়ে সাত ডলার।