চড়া পণ্যের তালিকায় চাল-তেলের সঙ্গে খেজুরও

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২০:১০

রোজা আসতে আরও সপ্তাহ তিনেক বাকি থাকতেই বেড়ে গেছে খেজুরের দাম। চাল-তেলের বাজার আগে থেকেই চড়া; ভোক্তাদের অসন্তোষ গুঁড়ো দুধ ও ‘ইন্সট্যান্ট পাউডার ড্রিংকসের’ দাম নিয়েও।


রাজধানীর কাঁচাবাজারগুলোর বিক্রেতারা বলছেন, অনেক দিন ধরেই বোতলজাত সয়াবিন তেল ঠিকঠাক বাজারে পাওয়া যাচ্ছে না। আবার পাওয়া গেলেও কিনতে হচ্ছে বাড়তি দামে। সয়াবিনের সঙ্গে অন্য পণ্য কেনার শর্ত জুড়ে দেওয়ার অভিযোগও আছে।


শুক্রবার ছুটির দিনে মহাখালী কাঁচাবাজারের মাসুমা জেনারেল স্টোরের বিক্রেতা আল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সয়াবিন তেলের আধা লিটারের বোতল পাওয়া যাচ্ছে না। এক লিটারের বোতলও কম।


“তেলের অর্ডার দেওয়ার পর ডিলার আমাকে তাদের কোম্পানির লবণ ধরিয়ে দিয়েছে। ওই কোম্পানির লবণ আমার দোকানে তেমন চলে না। তবুও কিনতে হচ্ছে। কারণ তেল তো লাগবে।”


নিকেতন কাঁচাবাজারের রিপা স্টোরের বিক্রেতা ফারুক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সয়াবিনের বোতল তো পাই-ই না। আর পেলেও গায়ের চেয়ে বেশি দামে বিক্রি করতে হয়। তাই শুধু খোলা সয়াবিন বিক্রি করছি।”


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও