সুদিন ফেরেনি ব্যবসা-বাণিজ্যে

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪৯

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। এ সরকারের কাছে দেশের সাধারণ মানুষের মতো ব্যবসায়ীদের প্রত্যাশাও ছিল বিপুল। পতিত সরকারের সময় দীর্ঘদিনের ব্যবসা-বাণিজ্যে সৃষ্ট জটিলতা কাটিয়ে অল্প সময়ের মধ্যে সুদিনের প্রত্যাশা করেছিলেন তারা।


সরকারের ছয় মাস পূর্তির সময়ে ব্যবসায়ীরা বলছেন, দেশের ব্যবসা পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি, বরং কিছু ক্ষেত্রে আগের চেয়ে খারাপ হয়েছে। দেশে কয়েক বছর ধরেই বিনিয়োগ পরিস্থিতি ভালো নেই। জিডিপির তুলনায় বেসরকারি ও বিদেশি বিনিয়োগ কম। পাশাপাশি ডলারের দাম চড়া হওয়ার কারণে পণ্য আমদানি কমেছে। এসব ক্ষেত্রে এখনো কোনো দৃশ্যমান উন্নতি হয়নি। উচ্চ মূল্যস্ফীতি ও সুদহার কমানো নিয়েও কোনো পদক্ষেপ নেই। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বিনিয়োগ পরিবেশকে আরও নষ্ট করে দিচ্ছে বলেও অভিযোগ অনেকের।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও