সেতু ভেঙে দুর্ভোগে ১২ হাজার মানুষ
কুমিল্লার দাউদকান্দি উপজেলার পদুয়া ইউনিয়নের বনুয়াকান্দি গ্রামের খালের ওপর নির্মিত কাঠের সেতুটি তিন মাসের মধ্যেই পানির স্রোতে ভেঙে গেছে। এরপর সেখানে ঝুঁকি নিয়ে নৌকা দিয়ে চলছে পারাপার। সেতুটি পুনরায় মেরামত না করায় ইউনিয়নের ছয় গ্রামের মানুষ নিয়মিত দুর্ভোগ পোহাচ্ছে।
পদুয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয় সূত্র জানায়, গত বছর স্থানীয় সরকার সহায়তা প্রকল্পের (এলজিএসপি) অধীনে বনুয়াকান্দি গ্রামের খালের ওপর ১৮০ ফুট দীর্ঘ একটি কাঠের সেতু নির্মাণ করা হয়। ৩ লাখ ৫০ হাজার ২৬৩ টাকা ব্যয়ে এটি নির্মিত হয়। গত বছরের এপ্রিল মাসে পদুয়া ইউপির চেয়ারম্যান এস এম মনির হোসেন এ সেতুর উদ্বোধন করেন। উদ্বোধনের দুই মাস পর জুন মাসে বর্ষার পানির স্রোতে সেতুটি ভেঙে যায়। এরপর থেকে ছয় গ্রামের বাসিন্দা নৌকায় খালটি পারাপার করছে। তবে বর্ষাকালে নৌকা দিয়ে খালের ওই অংশে চলাচলের ঝুঁকি বেড়ে যায়।