![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fss-20210122102104.jpg)
হোঁচট খেয়ে পেটে ঢুকল চাকু, শিশুর মর্মান্তিক মৃত্যু
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার নারচী ইউনিয়নে নিজের হাতে থাকা চাকু পেটে ঢুকে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিকেলের দিকে ওই ইউনিয়নের চর হরিণা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম মিস্টার আলী (৭)। সে বগুড়া শহরের নারুলী এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল। জানা গেছে, চর হরিণা গ্রামে তার নানার বাড়ি। তার মায়ের নাম রেশমা বেগম।
- ট্যাগ:
- বাংলাদেশ
- শিশুর মৃত্যু
- চাকু
- হোঁচট