তরিকুলের স্বপ্ন পূরণ, এবার মাস্ক বিক্রি করবে সাইকেলে চড়ে
সাতক্ষীরা শহরের জজকোর্ট চত্বরসহ বিভিন্ন স্থানে ঘুরে মাস্ক বিক্রি করে ৯ বছরের শিশু তরিকুল ইসলাম। বাবার রোজগারের পাশাপাশি মাস্ক বিক্রির লাভের টাকায় চলে তার পরিবার। বাবার কাছে দীর্ঘদিন একটি বাইসাইকেল দাবি করলেও পরিবারের আর্থিক অভাব অনটনের কারণে সেটি দিতে পারেননি তরিকুলের বাবা। তার স্বপ্ন এবার পূরণ হয়েছে। হৃদয়বান এক ব্যক্তির (নাম প্রকাশে অনিচ্ছুক) টাকায় তরিকুলকে দেয়া হয়েছে একটি বাইসাইকেল।
সম্প্রতি তরিকুল ইসলামের মাস্ক বিক্রি ও পরিবারের কথা তুলে ধরে অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজে ‘মাস্ক বিক্রি করে সংসার চালাচ্ছে ৯ বছরের তরিকুল’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। এছাড়া সংবাদটি প্রকাশ পায় বিভিন্ন গণমাধ্যমেও।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ফেসমাস্ক
- স্বপ্ন পূরণ
- মাস্ক