জনগণের টাকা খরচে সর্তক হতে হবে: পরিকল্পনামন্ত্রী
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২১, ১৪:৪০
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, জনগণের টাকা খরচে সর্তক হতে হবে। কোনোভাবেই অপচয় করা যাবে না। সোমবার জনশুমারি ও গৃহগণনা কার্যক্রমের জোনাল অপারেশনের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, না খেয়ে টাকা বাঁচাতে বলবো না। খেতেও হবে, আবার হিসাবও করতে হবে। প্রতিটি টাকা খরচ করতে হিসাব করে। কেননা যারা আমাদের টাকা দিচ্ছেন, তার গিয়ে দেখেন আমাদের মতো সুন্দর বসার জায়গা পাচ্ছেন না।