You have reached your daily news limit

Please log in to continue


মিথ্যা সাক্ষ্যে ভাতা স্থগিত ১০০ বীর মুক্তিযোদ্ধার

প্রায় ১০০ জন বীর মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা স্থগিত করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের ভাষ্য, তাঁদের বিরুদ্ধে বিভিন্নজনের কাছ থেকে আর্থিক সুবিধা পেয়ে অথবা দ্বন্দ্বের কারণে মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগ রয়েছে। দুই মাস থেকে এক বছর পর্যন্ত সম্মানী ভাতা স্থগিত থাকছে তাঁদের। ইতিমধ্যে এই আদেশ কার্যকর করার জন্য সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী কর্মকর্তাকে চিঠি দিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয় বলছে, কারও মিথ্যা সাক্ষ্যের ফলে যদি অন্য মুক্তিযোদ্ধাদের সম্মানহানি হয় বা ক্ষতি হয়, তবে মিথ্যা সাক্ষ্যদানকারীর মুক্তিযোদ্ধা সনদ বাতিল করা হতে পারে। এমনকি হতে পারে ফৌজদারি মামলাও। মন্ত্রণালয় সূত্র বলছে, ছয় মাস আগে থেকে এমন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন