কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বধ্যভূমি সংরক্ষণ প্রকল্পে গতি নেই

প্রথম আলো প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৩, ০৮:৪২

মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন সংরক্ষণে প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়েছিল পাঁচ বছর আগে।


তবে এখনো এর কাজ শেষ করতে পারেনি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। এ প্রকল্পের নেই নিয়মিত পরিচালক, জমি নিয়েও রয়েছে জটিলতা। মন্ত্রণালয়ের কর্মকর্তারাই বলছেন, প্রকল্পটি বাস্তবায়নে যে জনবল প্রয়োজন, তা নেই। শুধু দিবস এলেই এটি নিয়ে নড়েচড়ে বসে সবাই।


দেশজুড়ে ছড়িয়ে থাকা ২৮১টি বধ্যভূমি সংরক্ষণের পাশাপাশি সেখানে স্মৃতিস্তম্ভ নির্মাণ করার জন্য প্রকল্পটি হাতে নেওয়া হয়েছিল। অবশ্য এ পর্যন্ত ৩৫টি বধ্যভূমি সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ শেষ হয়েছে। যদিও প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২১ সালের জুন মাসে। অর্থাৎ মেয়াদ শেষ হয়ে গেছে প্রায় আড়াই বছর আগে। এরপরও কাজ শেষ হয়েছে ১২ শতাংশ।


মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন সভায় প্রকল্প বাস্তবায়নে ধীরগতি নিয়ে ক্ষোভ প্রকাশ করা হলেও পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব হিসেবে প্রকল্পটির পরিচালকের কাজ সামলান। এর আগেও যাঁরা পরিচালকের দায়িত্ব পালন করেছেন, তাঁদেরও ছিল অতিরিক্ত দায়িত্ব।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও