নেত্রকোনায় হলুদের সমারোহ
নেত্রকোনায় দিগন্তজুরে চোখে পড়বে হলুদের সমারোহ। হাওরাঞ্চল নিয়ে জেলার বিভিন্ন উপজেলায় ৫ হাজার ১৯৫ হেক্টর জমিতে এবার আবাদ হয়েছে সরিষা। কৃষি বিভাগের লক্ষ্যমাত্রা ছিলো ৬ হাজার হেক্টর।
তবে ফলন ভালো হওয়ায় দিন দিন সরিষার কদর বাড়ছে জেলায়। জেলার মদন কলমাকন্দা ও মোহনঞ্জে হলেও কেন্দুয়া, পূর্বধলা ও সদরসহ কমবেশি সব উপজেলাইে এবার সরিষার আবাদ হয়েছে। যা দেখে চোখ জুরায়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- হলুদ
- সরিষা চাষ
- সরিষার বীজ