
নির্বাচনী ব্যবস্থায় আস্থাহীনতা ও ‘রাওয়া’ পরিস্থিতি
২৪টি পৌরসভার নির্বাচনের মধ্য দিয়ে শুরু হয়েছে বাংলাদেশের তৃণমূল পর্যায়ের স্থানীয় সরকার নির্বাচন। এই নির্বাচনগুলোই হতে যাচ্ছে বর্তমান নির্বাচন কমিশনের বড় আকারের শেষ নির্বাচন। নির্বাচন কমিশনের মেয়াদ বাকি আছে আর এক বছরের কিছু বেশি। এরই মধ্যে ব্যাপক বিতর্কের মধ্যে পড়েছে বর্তমানের নূরুল হুদার নেতৃত্বের নির্বাচন কমিশন।
বাংলাদেশের ৫০ বছরের ইতিহাসে, বিশেষ করে নির্বাচনী ইতিহাসে, সব নির্বাচন কমিশন নিয়েই অল্পবিস্তর বিতর্ক হয়েছে। বর্তমান কমিশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্থাপনের আগে দুটি নির্বাচন কমিশনকে কেন্দ্র করেও বাংলাদেশের রাজনীতিতে দারুণ উথালপাতাল হয়েছে।