শনিবার রাতে চঞ্চল চৌধুরী একটি ছবি শেয়ার করেছেন তার সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছবিতে আছেন নাট্যকার বৃন্দাবন দাস, নির্মাতা সালাহউদ্দিন লাভলু, শাহনাজ খুশী, আ খ ম হাসান ও চঞ্চল চৌধুরী। ছবির ক্যাপশনে লিখেছেন- ‘এই হাসিগুলোই আবার আপনাদের মাঝে ছড়াতে আসছি আমরা, শুধুই আপনাদের জন্য… শুধুই বাংলা নাটকের জন্য।’
বোঝাই যাচ্ছে, নতুন কোনো কাজের উদ্যোগ! কিন্তু কী সেটা? ঘরকুটুম কিংবা সাকিন সারিসুরির মতো কালজয়ী কোনো নাটক? সে বিষয়টি জানতেই যোগাযোগ করা হয় নির্মাতা সালাহউদ্দিন লাভলুর সঙ্গে। তিনি যা জানালেন, তা শুনলে নিশ্চয় প্রিয় এই তারকা মুখদের ভক্ত অনুরাগীরা আহ্লাদে আটখানা হবেন!
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.