গজনী অবকাশ পর্যটন কেন্দ্রের শতবর্ষী বট গাছে ৬৯ মৌচাক

সংবাদ ঝিনাইগাতি প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২০, ১৫:০০

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড় গজনী অবকাশ পর্যটন কেন্দ্রে শতবর্ষের পুরনো একটি বটগাছে যেন মৌমাছির মিলনমেলা চলছে। শতবর্ষী ওই গাছটিতে মৌমাছির ৬৯টি মৌচাক রয়েছে।

ওইসব মৌমাছি কেউ যেন কোনো ধরনের বিরক্ত না করে সেজন্য যথেষ্ট তৎপর গজনী অবকাশ পর্যটন কেন্দ্র্রে কর্তৃপক্ষ। আর এ কারণে মৌমাছিরা এখানে আসা দর্শনার্থীদেরকে মুগ্ধ করে তুলছে। ওই বটগাছের গোড়ার দিক থেকে শুরু করে গাছের সর্বশেষ চূড়ার ডালপালাগুলোতে চাক বেঁধে মৌমাছি বসবাস করছে। তাই সীমান্তবর্তী শালগজারি শোভিত নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভ‚মির মাঝে বাড়তি আনন্দের খোরাক জোগাচ্ছে মৌচাকগুলো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও