‘বাংলাদেশ এগিয়েই যেতে থাকবে’
৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর অর্জিত বাংলাদেশের ৪৯তম বিজয় দিবস আজ। বিজয়ের সুবর্ণজয়ন্তীর ক্ষণগণনা শুরু হলো এইসঙ্গে। আর মাত্র ৩৬৪ দিনের অপেক্ষা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালি জাতি দেখেছিল স্বাধীন এক রাষ্ট্রের স্বপ্ন। বিশ্বকে তাক লাগিয়ে সেই রাষ্ট্র এগিয়ে চলছে উদ্যম গতিতে। এই রাষ্ট্রের আর পেছনে ফিরে তাকানোর সুযোগ নেই, বিশ্বের কাছে বাংলাদেশ আজ এক উজ্জ্বল পরিচিতি।
পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি লাভ হয়েছিল মহান বিজয়ের এই দিনে। বাঙালি জাতির জন্য এক অনন্য স্মৃতিবিজড়িত দিন ১৬ ডিসেম্বর। এদিন স্মরণ করা হবে জাতির শ্রেষ্ঠ সন্তানদের, যাদের আত্মত্যাগে জন্ম নিয়েছিল বাংলাদেশ নামক এক ভূখণ্ডের। দেশকে স্বাধীন করার জন্য বাঙালি জাতিকে পাড়ি দিতে হয়েছে এক দীর্ঘ পথ। পশ্চিম পাকিস্তানিদের চরম নিপীড়ন, শোষণ আর নির্যাতনের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ করে, যার যা কিছু আছে তা নিয়েই সংগ্রামের পথ দেখান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দরাজ কণ্ঠে হুংকার দিয়ে বলেছিলেন –‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’।