'জয় বাংলা' শ্লোগান আর ধর্মনিরপেক্ষতা নিয়ে যেভাবে বিভক্তি এলো
১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে কিছু মূল নীতির ভিত্তিতে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সংঘটিত হয়েছিল। এর মূলে ছিল বাঙালী জাতীয়তাবাদ এবং ধর্মনিরপেক্ষতা।
'জয় বাংলা' শ্লোগান জাতি-ধর্ম নির্বিশেষে সবাইকে একত্রিত করেছিল সেই যুদ্ধে।
কিন্তু বাংলাদেশের স্বাধীনতার পর সেই ঐক্যে ফাটল ধরে। গত ৫০ বছরে এসব বিষয় নিয়ে বিভক্তি এবং মতপার্থক্য বেড়েই চলেছে।
'জয় বাংলা' মুক্তিযুদ্ধের শ্লোগান। এই শ্লোগান কীভাবে বাংলাদেশের হয়েছিল এ নিয়ে নানা আলোচনা রয়েছে।
উনিশশ ষাটের দশকের একজন ছাত্র নেতা জানিয়েছেন, ১৯৬৯-এর গণঅভ্যূত্থানের চূড়ান্ত পর্যায়ে যাওয়ার আগেই রাজপথে ছাত্রদের মিছিলে উচ্চারিত হতে থাকে 'জয় বাংলা' শ্লোগান।
১৯৭০ সালের যে নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই নির্বাচনের আগে স্বাধীনতা সংগ্রামের নেতা শেখ মুজিবুর রহমান ঢাকায় তৎকালীন রেসকোর্স ময়দানে ভাষণ শেষ করেছিলেন 'জয় বাংলা' শ্লোগান দিয়ে।