নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ আরেক নারীর মৃত্যৃ

বিডি নিউজ ২৪ জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট প্রকাশিত: ০৯ মার্চ ২০২৫, ১০:৩৭

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গত সোমবারের গ্যাসের আগুনে দগ্ধ রূপালী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।


রোববার ভোর পৌনে ৬টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।


সেখানকার জরুরি বিভাগের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, “তার শরীরের ৩৪ শতাংশ পুড়ে গিয়েছিল।”


এ নিয়ে নারায়ণগঞ্জের ওই আগুনে মোট তিনজনের মৃত্যু হল। এর আগে শুক্রবার রাত ১টার দিকে হান্নান নামে এক ব্যক্তি মারা যান। পরদিন মারা যায় রূপালীর দেড় বছরের মেয়ে সুমাইয়া। রূপালীর স্বামী সোহাগও ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি।


গত ৩ মার্চ রাত আড়াইটার দিকে সিদ্ধিরগঞ্জের পশ্চিম ধনকুন্ডা এলাকায় ইব্রাহিম খলিলের টিনশেড বাসায় ওই অগ্নিকাণ্ডে দুই পরিবারের মোট আটজন দগ্ধ হন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও