
মাগুরার শিশুটির অবস্থা সঙ্কটাপন্ন, সিএমএইচে স্থানান্তর
মাগুরায় নির্যাতনের শিকার শিশুটিকে চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়েছে। আজ শনিবার (৮ মার্চ) বিকেল ৫টার দিকে আইসিইউ অ্যাম্বুলেন্সে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে দেওয়া হয়।
আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।
পরিচালক বলেন, ‘শিশুটি প্রথম থেকে সঙ্কটাপন্ন ছিল। এখানে ঢাকা মেডিকেলে তার চিকিৎসা চলছিল। কিন্তু অতিরিক্ত অ্যাটেনডেন্সের কারণে অন্য রোগীদের সমস্যা হচ্ছিল। অ্যাটেনডেন্সরা বারবার চিকিৎসকদের বিরক্ত করছিল। সবকিছু বিবেচনা করে শিশুটিকে সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে।’
এদিকে শিশুটি ধর্ষণের শিকার হওয়ার অভিযোগে চারজনকে আসামি করে মামলা করা হয়েছে। শিশুটির মা বাদী হয়ে আজ শনিবার বেলা ১টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সদর থানায় মামলাটি করেন। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী।
- ট্যাগ:
- বাংলাদেশ
- শিশু
- ধর্ষণের শিকার
- সঙ্কটাপন্ন