You have reached your daily news limit

Please log in to continue


ফুলবাড়িয়ায় উচ্ছেদ অভিযানে বাধা, ফাঁকা গুলি

ফুলবাড়িয়ায় ডিএসসিসির উচ্ছেদ অভিযানে হামলার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে। আজ মঙ্গলবার বেলা পৌনে দুইটার দিকে এ ঘটনা ঘটে। এখন ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বেলা ১১টার দিকে ফুলবাড়িয়া সুপার মার্কেট-২ এ নকশা বহির্ভূত ৯১১টি দোকান উচ্ছেদ করতে আসে সিটি করপোরেশন। সঙ্গে আছেন তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীর সদস্যরা। কিন্তু দোকানিরা রাস্তায় অবস্থান নেওয়ায় অভিযান নির্ধারিত সময়ে শুরু করা যায়নি। এমন অবস্থায় বেলা পৌনে একটার দিকে এক্সকাভেটর দিয়ে মার্কেটের নগর প্লাজার সামনের ফুটপাতে থাকা একটি দোকান ভাঙা শুরু করা হয়। এতে ব্যাপক উত্তেজিত হয়ে পড়েন দোকানিরা। তাঁরা চারপাশ থেকে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকেন। শুরুতে পুলিশ পিছু হটে। পরে কিছুক্ষণের মধ্যেই কয়েক রাউন্ড ফাঁকাগুলি ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছিল পুলিশ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন