![](https://media.priyo.com/img/500x/https://cdn.banglatribune.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/12/07/f03791caa9968a8451498a560c5220a3-5fce11009a4ff.jpg?jadewits_media_id=702554)
গাইবান্ধায় আরও ২৪ জনের অ্যান্টিজেন টেস্ট
অ্যান্টিজেন টেস্টের তৃতীয় দিনে গাইবান্ধায় আরও ২৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে একজনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় তিন দিনে অ্যান্টিজেন টেস্টে মোট ৫৮ জনের মধ্যে করোনা শনাক্ত হয়েছেন সাত জন। বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. আ ম আখতারুজ্জামান।
সোমবার (৭ ডিসেম্বর) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয়ের সামনে ‘ফ্লু কর্নারে’ অ্যান্টিজেন টেস্টের জন্য নির্ধারিত ১০০ টাকা ফি দিয়ে রেজিস্ট্রেশন করেন জেলার বিভিন্ন এলাকার উপসর্গ থাকা ২৪ জন নারী-পুরুষ।