সিলেটে পিসিআর যন্ত্র বিকল, বিপাকে বিদেশগামীরা
সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজের করোনা পরীক্ষার আরটি-পিসিআর (পলিমিয়ার্স চেইন রিঅ্যাকশন) যন্ত্র বিকল হয়ে পড়েছে। ফলে বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ বন্ধ রাখা হয়েছে। যন্ত্রটি চালু না হওয়া পর্যন্ত বিদেশগামী যাত্রীদের ঢাকা থেকে করোনা পরীক্ষার আহ্বান জানিয়েছেন সিলেটের সিভিল সার্জন প্রেমানন্দ মণ্ডল। হঠাৎ এমন সিদ্ধান্তে বিপাকে পড়েছেন বিদেশগামী যাত্রীরা।
ওসমানী মেডিকেল কলেজ ও সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে পরীক্ষা শুরুর পর পিসিআর যন্ত্র পরীক্ষার ফলাফল প্রদর্শন করেনি। ফলাফলের স্থানে ‘এরর’ প্রদর্শন করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়কে বিষয়টি জানানোর পাশাপাশি যন্ত্র সরবরাহকারী প্রতিষ্ঠানকেও অবহিত করা হয়েছে। সরবরাহকারী প্রতিষ্ঠানের টেকনিশিয়ানদের শনিবারের মধ্যে যন্ত্রের সমস্যা সমাধানে সিলেটে আসার কথা রয়েছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- পিসিআর কিট
- পিসিআর ল্যাব