নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা ফুটওভার ব্রীজের নিচ থেকে পুরুষাঙ্গ কাটা অবস্থায় মো. ইমরান হোসেন ওরফে ইব্রাহিম নামে এক কিশোরকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত ১১টার দিকে সোনারগাঁ থানা পুলিশ ওই কিশোরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠিয়েছেন। এ ঘটনায় থানায় কোন অভিযোগ হয়নি বলে জানান সোনারগাঁ থানার ওসি মো. রফিকুল ইসলাম। আহত ইমরান উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হামছাদি গ্রামের আনোয়ার উদ্দিনের ছেলে। সে উলুকান্দি হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।