পটুয়াখালীতে করোনা শনাক্তের অ্যান্টিজেন পরীক্ষা শুরু
পটুয়াখালী জেনারেল হাসপাতালে করোনাভাইরাস শনাক্তের অ্যান্টিজেন পরীক্ষা শুরু হয়েছে। শনিবার সকাল থেকে এ পদ্ধতিতে পরীক্ষা শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। একটি স্ট্রিপের মাধ্যমে রোগীর করোনা পরীক্ষা দ্রুততম সময়ে সম্পন্ন করা হবে। ইতিমধ্যেই উপস্থিত তিন জনের পরীক্ষা করা হয়েছে। হাসপাতালে ভর্তি আরও পাঁচ জন রোগীর স্যাম্পল নেয়ায় মোট আট জন রোগীর অ্যান্টিজেন পরীক্ষা শুরু করা হলো পটুয়াখালী জেনারেল হাসপাতালে।
সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত পটুয়াখালী জেনারেল হাসপাতালে অ্যানিটজেন পরীক্ষা করা হবে। প্রতিদিন ৩০০টি স্ট্রিপের মাধ্যমে করোনাভাইরাস শনাক্তের অ্যান্টিজেন পরীক্ষা সম্পন্ন করা যাবে। মাত্র ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে করোনার ফলাফল হাতে পাচ্ছে উপকূলবাসী।
মাত্র তিনজন রোগীর অ্যান্টিজেন পরীক্ষার জন্য স্যাম্পল নেয়া হয়েছে আর হাসপাতালে ভর্তি আরও ৫ জনের স্যাম্পল সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন দায়িত্বরত প্যাথলোজিষ্ট।