শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ের পর্যটনকেন্দ্র গজনী অবকাশ। এই অবকাশকেন্দ্রে অন্যান্য কিছুর সঙ্গে বাড়তি আকর্ষণ হিসেবে যোগ হয়েছে শতবর্ষী একটি বটগাছ। প্রতি শীতেই এই বটগাছটিতে চাক বাঁধে ডাচ প্রজাতির মৌমাছি। এবার চাকের সংখ্যা হলো ৭২টি। দেশের বিভিন্ন জায়গা থেকে আসা পর্যটকরা গজনী অবকাশের সৌন্দর্যের সঙ্গে সঙ্গে এই বটগাছটির মৌচাকগুলো দেখেও অবাক হয়।
এ ব্যাপারে রাংটিয়া রেঞ্জের বন কর্মকর্তা ইলিসুর রহমান জানান, গারো পাহারে শীত মৌসুমে বহু জায়গায় বড় বড় বৃক্ষে মৌমাছির চাক দেখা যায়। এই চাক পর্যটকদের বাড়তি আনন্দ দেয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.