নারী নির্যাতন রোধে শিশুদের নৈতিক শিক্ষা বাড়াতে হবে: আসাদুজ্জামান নূর
নারী নির্যাতন রোধে শিশুদের নৈতিক শিক্ষা বাড়ানো প্রয়োজন বলে মনে করেন সাবেক সংস্কৃতিমন্ত্রী, অভিনেতা ও বর্তমান সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। তিনি বলেছেন, ‘শুধু পড়াশোনা আর হোমওয়ার্কের চাপে শিশুরা যান্ত্রিক হচ্ছে। এতে শিশুদের মানবিক গুণাবলি নষ্ট হচ্ছে। তাই নারী নির্যাতন রোধে নৈতিক শিক্ষা, সহশিক্ষা,সংস্কৃতি,খেলাধুলার প্রতি ছেলেমেয়েকে অংশগ্রহণ বাড়াতে হবে।’গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় ‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস’ উপলক্ষে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির যৌন হয়রানি প্রতিরোধ কমিটির সহযোগিতায় এবং ডিপার্টমেন্ট অব সোশিওলজি অ্যান্ড জেন্ডার স্টাডিজের চেয়ারপারসন অধ্যাপক ড. মালেকা বেগমের উদ্যোগে অনুষ্ঠিত ওয়েবিনারে এসব কথা বলেন আসাদুজ্জামান নূর।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.