কমছে দিন-রাতের তাপমাত্রার ব্যবধান, কেন এমন হচ্ছে, মানুষ–কৃষির ওপর প্রভাব কী
বিদায়ী ডিসেম্বর মাসের একটি দিনে ঢাকার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান ৭২ বছরের মধ্যে সবচেয়ে কম দেখা গেছে। রাজধানীতে দিন-রাতের তাপমাত্রার গড় ব্যবধান বেশি মাত্রায় কমছে প্রায় এক দশক ধরে। শুধু ঢাকা নয়, দেশের অন্যান্য অঞ্চলের চিত্রও প্রায় একই রকম—বলছেন বিশেষজ্ঞরা।
দিন-রাতের তাপমাত্রার ব্যবধান কমে যাওয়ায় সমস্যা কী? আবহাওয়াবিদেরা বলছেন, এর ফলে ঘন কুয়াশা বেড়ে যাচ্ছে, কমছে রৌদ্রোজ্জ্বল দিনের সংখ্যা, এর সঙ্গে বায়ুদূষণেরও সম্পর্ক আছে। আর বিশেষজ্ঞরা বলছেন, এভাবে তাপমাত্রার পার্থক্য কমে আসায় মানুষের স্বাস্থ্য ও কৃষির ওপর বিরূপ প্রভাব বাড়ছে।
আবহাওয়া অধিদপ্তর ঢাকা শহরের গত ৭২ বছরের আবহাওয়ার তথ্য বিশ্লেষণ করেছে। সেই বিশ্লেষণে দিন-রাতের তাপমাত্রার সর্বনিম্ন ব্যবধানের চিত্রটি উঠে আসে।
সর্বনিম্ন ব্যবধান
সাধারণত যেকোনো স্থানে দিনে সর্বোচ্চ তাপমাত্রা এবং রাতে সর্বনিম্ন তাপমাত্রা থাকে। এর কারণ দিনের বেলা সূর্যের আলো উত্তাপ ছড়ায়, রাতে তা থাকে না। এক দিনে (২৪ ঘণ্টা) সর্বোচ্চ তাপমাত্রা (দিন) আর সর্বনিম্ন তাপমাত্রা (রাত)—এই দুটির পার্থক্যকেই দিন-রাতের তাপমাত্রার ব্যবধান বলা হয়।
আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ ১৯৫৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত ঢাকার তাপমাত্রার উপাত্ত বিশ্লেষণ করেছেন। তিনি দেখেছেন, এই সময়কালের মধ্যে গত ২৯ ডিসেম্বর ঢাকা শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান ছিল ১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। সেদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।