কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আদালতের নির্দেশ মেনে ছটপুজোর আবেদন মুখ্যমন্ত্রীর, শুভেচ্ছা বার্তাও

আনন্দবাজার (ভারত) পশ্চিমবঙ্গ প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২০, ১৩:৩২

আদালতের নির্দেশ মেনে ছটপুজোর আবদেন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী কাল, শুক্রবার (২০ নভেম্বর) এবং পরশু, অর্থাৎ শনিবার দিন ছটপুজো। আজ, বৃহস্পতিবার মমতা ভিডিয়ো প্রকাশ করে ভক্তদের বলেন, “আদালতের নির্দেশ আমাদের মেনে চলতে হবে। ছোট ছোট দলে দূরত্ববিধি মেনে ছটপুজোয় আপনারা অংশ নিন। সরকার এবং পুলিশ-প্রশাসন পাশে রয়েছে।” আদালতের নির্দেশ মানার বিষয়ে সচেতন করার পাশাপাশি শুভেচ্ছাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

গত দু’বছর নিষেধাজ্ঞা সত্ত্বেও সুভাষ এবং রবীন্দ্র সরবরে ছটপুজো নিয়ে বিতর্ক হয়। আদালতের নির্দেশ আমান্য করে কী ভাবে সেখানে ছটপুজো হল, তা নিয়ে সমালোচনার মুখে পড়তে হয় প্রশাসনকে। এ বছর পরিস্থিতি অন্য রকম। করোনার কারণে দুর্গাপুজো এবং কালীপুজোতেও আদালতের নির্দেশ মানতে হয়েছে উদ্যোক্তা থেকে শুরু করে দর্শকদের। প্রত্যাশিতভাবেই এ বারও সুভাষ এবং রবীন্দ্র সরবরে ছটপুজোয় নিষেধাজ্ঞা জারি করেছে পরিবেশ আদালত। এদিন দুপুরে হাইকোর্ট এবং পরিবেশ আদালতের রায়ই বহাল রাখার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কেএমডিএ-র আবেদন খারিজ হয়ে গিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও