ভিক্ষা করে জমানো টাকার পুরোটাই মসজিদে দান করলেন ‘শেফা পাগলি’
নাম শেফালি খাতুন হলেও লোকজন ডাকেন শেফা পাগলি বলে। শারীরিক প্রতিবন্ধকতার কারণে লাঠিতে ভর করেই করতে হয় চলাচল। মা-বাবা হারা শেফালিকে বিয়ের এক বছর না যেতেই তাড়িয়ে দেন স্বামী।
দুঃখ-কষ্টে বড় হওয়া সেই শেফালি ভিক্ষা করে জমানো ৪০ হাজার টাকা দান করেছেন মসজিদে। ভবিষ্যতে টাকা জমিয়ে মাদরাসা ও এতিমখানায় দান করারও ইচ্ছা রয়েছে উদার মনের এ মানুষটির।
শেফালি খাতুনের বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের ব্রাহ্মণডাঙ্গা গ্রামে। বাঘা বাজারে বুলবুলের চায়ের দোকানের সামনে ভিক্ষা করেন তিনি। ভিক্ষার টাকা জমিয়ে গ্রামে কবরস্থান সংস্কার, মসজিদে মাইক ও ফ্যান কেনার জন্যও টাকা দিয়েছেন তিনি।
পৈত্রিক সূত্রে পাওয়া এক কাঠা জমিতে কোনোরকম ঘর তুলে দিন কাটাচ্ছেন শেফালি। সরকারিভাবে শুধু প্রতিবন্ধী ভাতা পান।
- ট্যাগ:
- বাংলাদেশ
- দানশীল
- মসজিদ
- ভিক্ষাবৃত্তি