ব্রিজ আছে, সংযোগ সড়ক নেই
যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য নির্মাণ করা হয়েছে ব্রিজ। তবে ব্রিজ নির্মাণ হলেও দুইপাশে নেই চলাচলের রাস্তা। এতে ব্রিজের সুবিধা পাচ্ছেন না হবিগঞ্জের বাহুবল উপজেলার লালপুর, নিধনপুর গ্রামের কয়েক হাজার মানুষ। সেতুটি এখন এলাকাবাসীর কাছে মরার ওপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার স্নানঘাট ইউনিয়নের লালপুর নিধনপুর গ্রামে কয়েক হাজার মানুষের বসবাস। গ্রামের মধ্যদিয়ে বয়ে গেছে একটি খাল।
খালটির ওপরে ছিল না কোনো ব্রিজ। চলাচলের সুবিধার্থে স্থানীয়রা নিজেদের উদ্যোগে একটি বাঁশের সাঁকো তৈরি করেন। এতে চলাচলে জীবনের ঝুঁকি ছিল। স্থানীয়দের এই দুর্ভোগ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে একাধিক সংবাদও প্রকাশিত হয়েছে। পরে শুরু হয় ব্রিজের কাজ।