গাবতলীতে দাদন ব্যবসায়ীকে গলা কেটে হত্যা
বগুড়ার গাবতলী উপজেলায় নিখোঁজের চার দিন পর শামিম আহম্মেদ (২২) নামের এক তরুণের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে উপজেলার মহিষাবান ইউনিয়নের সোনাকানিয়া বিলের কচুরিপানার মধ্য থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
শামিম আহম্মেদ মহিষাবান ইউনিয়নের সোনাকানিয়া মধ্যপাড়ার বাসিন্দা। শামিম তাঁর মামা মহিদুল ইসলামের সঙ্গে স্থানীয়ভাবে সমিতির মাধ্যমে দাদন ব্যবসা করতেন বলে জানিয়েছে পুলিশ।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান প্রথম আলোকে বলেন, এ ঘটনায় নিহত শামিমের বাবা শাহাদৎ হোসেন বাদী হয়ে গাবতলী মডেল থানায় মামলা করেছেন। ময়নাতদন্তের জন্য লাশ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেলে কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর আগে