কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পুঁজিবাজার

প্রথম আলো সম্পাদকীয় প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২০, ০৯:৪০

নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিতে পরিবর্তন আসার পর কিছু সংস্কার বা উদ্যোগের ফলে পুঁজিবাজারে একধরনের স্থিতিশীলতা ফিরে এসেছে। সূচকের সঙ্গে বেড়েছে লেনদেনও। অবস্থাদৃষ্টে মনে হয়, তলানিতে আটকে থাকা এই বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা বেড়েছে।

দীর্ঘ প্রায় এক দশক পর এই বাজারে এখন কিছুটা স্বস্তি লক্ষ করা যাচ্ছে, যার অন্যতম কারণ হিসেবে বলা যায়, নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে পরিবর্তন। এই পরিবর্তনে যদি অগ্রগতি হয়, তাহলে প্রশ্ন ওঠে—যাঁর ওপর বিনিয়োগকারীদের আস্থা ছিল না, তাঁকে ৯ বছর এসইসির চেয়ারম্যান পদে রাখা হয়েছিল কেন? এ কথা খুবই স্পষ্ট যে সাবেক চেয়ারম্যান খায়রুল হকের সময়ে বিনিয়োগকারীদের অনাস্থা, বাতাসে তাঁকে ঘিরে নানা গুজব-গুঞ্জন এবং তাঁর অদক্ষতায় এই খাত তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। তাঁকে রাখার কারণে যদি লাখ লাখ বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হন, তাহলে ব্যক্তি হিসেবে তিনি এবং সরকার এর দায় এড়াতে পারে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও