নাটোরের সিংড়া উপজেলার চলনবিল এলাকায় প্রশাসন ও পরিবেশকর্মীদের তৎপরতায় শিকারিদের হাত থেকে রক্ষা পেয়েছে ৬০টি বক ও রাতচড়া পাখি। শিকারিরা ফাঁদ পেতে আজ বৃহস্পতিবার এসব পাখি শিকার করে হত্যার প্রস্তুতি নিচ্ছিলেন।
খবর পেয়ে দুপুরে তাৎক্ষণিক অভিযান চালিয়ে চার পাখিশিকারিকে আটক করা হয় এবং পাখিগুলো উদ্ধার করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক ব্যক্তিদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে শিকারিদের ফাঁদ পুড়িয়ে ফেলা হয় এবং শিকার করা ৬০টি পাখিকে প্রকৃতিতে অবমুক্ত করা হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.