'নিউজ' করার জন্য নির্যাতনের শিকার সাংবাদিকেরা কতটা বিচার পান?
বিবিসি বাংলা (ইংল্যান্ড)
প্রকাশিত: ০২ নভেম্বর ২০২০, ১৩:৩৬
তিনদিন নিখোঁজ থাকার পর চট্টগ্রামের একজন সাংবাদিক এমন সময়ে উদ্ধার পেলেন, যখন পরদিনই সোমবার জাতিসংঘ পালন করছে সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের দায়মুক্তি অবসানে একটি দিবস।
গোলাম সারওয়ারকে যখন সীতাকুণ্ডের একটি সেতুর নিচ থেকে অর্ধচেতন অবস্থায় উদ্ধার করা হয়, তখন তিনি অসংলগ্নভাবে বলছিলেন, "আমারে মাইরেন না, আমি আর নিউজ করব না"।
আজকের সূর্যোদয় নামে একটি পত্রিকার চট্টগ্রাম ব্যুরোর নিজস্ব প্রতিবেদক গোলাম সারওয়ারকে কারা অপহরণ করে নিয়ে আটকে রেখেছিল সেটা এখনো পরিস্কার নয়।