
জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ব্যাট করছে পাকিস্তান
করোনার মধ্যেই ইংল্যান্ড সফর করে এসেছে পাকিস্তান ক্রিকেট দল। করোনার সংক্রমণ এখনও ব্যাপকহারে বিরাজমান। আখনও একদিনে ৫ লক্ষের বেশি মানুষ আক্রান্ত হচ্ছে মহামারি এই ভাইরাসে। এরই মধ্যে পাকিস্তানে খেলতে এসেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল।
করোনার মধ্যে পাকিস্তানের জন্য দ্বিতীয় হলেও জিম্বাবুয়ের জন্য প্রথম ক্রিকেট সিরিজ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সঙ্গে রয়েছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।