অ্যাশেজ শেষ আর্চারের, বক্সিং ডে থেকে বাদ পোপ
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫, ১৩:৪৯
মড়ার ওপর খাঁড়ার ঘা বুঝি একেই বলে। ইংল্যান্ডের চরম হতাশার সিরিজে একটু উজ্জ্বল ছিলেন জফ্রা আর্চার। কিন্তু সিরিজ হেরে যাওয়া দলটি পরের দুই টেস্টে পাচ্ছে না চোটপ্রবণ এই ফাস্ট বোলারকে। আরেক দফা চোট তাকে ছিটকে দিয়েছে সিরিজ থেকে। বাজে পারফরম্যান্সের জন্য তুমুল সমালোচনার মধ্যে থাকা অলিভার পোপ জায়গা হারিয়েছেন একাদশে।
বক্সিং ডে টেস্টের ইংল্যান্ড একাদশে আর্চারের জায়গায় ফিরছেন গাস অ্যাটকিনসন। পোপের বদলে সুযোগ পাচ্ছেন জেকব বেথেল।
সবশেষ অ্যাডিলেইড টেস্টে ইংল্যান্ড হারলেও বল হাতে প্রথম ইনিংসে ৫ উইকেট শিকার করেন আর্চার, দ্বিতীয় ইনিংসেও উইকেট নেন ১টি। ব্যাট হাতে করেন ফিফটি। কিন্তু সাইড স্ট্রেইন তাকে থমকে দিল সিরিজ শেষ হওয়ার আগেই।