এক ম্যাচ আগেই প্লে-অফে সাকিবরা, তাসকিন-মোস্তাফিজদের কী হবে
www.ajkerpatrika.com
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫, ১১:৩৪
লিগ পর্বের শেষ পর্যায়ে এখন ২০২৫-২৬ মৌসুমের আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টি। ছয় দলের মধ্যে সবার আগে প্লে-অফ নিশ্চিত করেছে ডেজার্ট ভাইপার্স। গতকাল টুর্নামেন্টের দ্বিতীয় দল হিসেবে প্লে-অফের টিকিট কাটল সাকিব আল হাসানের এমআই এমিরেটস। গালফ জায়ান্টসের বিপক্ষে সহজ জয়েই মূলত সেরা চারে থাকাটা নিশ্চিত করল এমিরেটস।
১৩৫ রানের লক্ষ্য বর্তমানে টি-টোয়েন্টি ক্রিকেটে এমন কী! যেখানে আগে ব্যাটিং করে ২০০, ২৫০ রান করেও জয়ের ব্যাপারে নিশ্চিত থাকার কোনো উপায় নেই। তবে গৌরবময় অনিশ্চয়তার খেলা ক্রিকেটে কখন যে কী হয়, সেটা অনুমান করা মুশকিল। গত রাতে তাসকিন আহমেদের শারজা ওয়ারিয়র্সের এমন মামুলি লক্ষ্য তাড়া করে জিততে শেষ বল পর্যন্ত খেলতে হয়েছে।