এক ওভারে ৫ উইকেট: টি-টোয়েন্টিতে অবিশ্বাস্য কীর্তি প্রিয়ান্দানার
প্রথম আলো
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫, ১৭:২২
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম বোলার হিসেবে ১ ওভারে ৫ উইকেট নিয়েছেন ইন্দোনেশিয়ার পেসার গেদে প্রিয়ান্দানা। আজ বালিতে কম্বোডিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে এই কীর্তি গড়েন ২৮ বছর বয়সী প্রিয়ান্দানা। ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, প্রতিটি ডেলিভারির তথ্য সংরক্ষণ শুরুর পর ছেলে ও মেয়েদের ক্রিকেট মিলিয়ে এই সংস্করণে প্রথম খেলোয়াড় হিসেবে এই কীর্তি গড়েন প্রিয়ান্দানা।
উদয়না ক্রিকেট মাঠে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৬৭ রান তোলে ইন্দোনেশিয়া। তাড়া করতে নেমে ১৫ ওভার শেষে ৫ উইকেটে ১০৬ রান তুলেছিল কম্বোডিয়া। ১৬তম ওভারে নিজের প্রথম স্পেল করতে এলেন প্রিয়ান্দানা। এসেই ওলট–পালট করে দিলেন সব হিসাব।
- ট্যাগ:
- খেলা
- টি-টোয়েন্টি বিশ্বকাপ