যে কারণে আফগানিস্তানে বুলেটপ্রুফ গাড়িতে চড়তে হয় রশিদকে
যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে এক সময় সড়কে চলাচলও নিরাপদ ছিল না। সেই পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। নিজ দেশে গেলে সাবধানে রাস্তায় বেরোতে হয় আফগান তারকা অলরাউন্ডার রশিদ খানকে। নিরাপত্তার স্বার্থে বুলেটপ্রুফ গাড়িতে চড়েন তিনি। একই কারণে ঘরের বাইরে খেলতেও যেতে পারতেন না রশিদ। নিজ ভূখণ্ডেও তিনি আতঙ্কে কাটানো সেই স্মৃতি তুলে ধরেছেন।
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কেভিন পিটারসেনের অনুষ্ঠান ‘কেপি দ্য সুইচ’–এ দেওয়া সাক্ষাৎকারে রশিদ বলেন, ‘রাস্তায় হাঁটার কোনো সুযোগ নেই, দেশে গেলে আমি সাধারণ কোনো কারেও চড়তে পারি না। আমাকে বুলেটপ্রুফ গাড়িতে চড়তে হয়। আমি কেবল নিজস্ব বুলেটপ্রুফ গাড়িতে যাতায়াত করি।’ যা শুনে বিশ্বাস করতে পারেননি পিটারসেন। কেন এত সতর্কতা জরুরি জানতে চান তিনি। এরপর রশিদ ব্যাখ্যা দিয়ে বলেন, তিনি সরাসরি কারও টার্গেটে না থাকলেও, নিরাপত্তা পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তার কারণে প্রয়োজনীয় ব্যবস্থা রাখতে হয়।
আফগানিস্তানের এই টি-টোয়েন্টি অধিনায়ক জানান, ‘নিরাপত্তার স্বার্থে আমাকে এমন ব্যবস্থা নিতে হয়। কেউ আমাকে হয়তো শ্যুট করবে না। কিন্তু যদি আমি ভুল সময়ে ভুল জায়গায় চলে যাই! গাড়ি লক করা থাকে এবং মাঝেমধ্যে মানুষ সেটি টেনে খোলার চেষ্টা করে।’ পিটারসেন এই পরিস্থিতিকে ‘উত্তেজনাপূর্ণ’ বলে উল্লেখ করলে রশিদ বলেন, ‘হ্যাঁ, আমি বিশেষভাবে নিজের জন্য (গাড়িটি) বানিয়ে নিয়েছি। আফগানিস্তানে এটি স্বাভাবিক বিষয়। অনেকেই (বুলেটপ্রুফ গাড়ি) ব্যবহার করে।’
- ট্যাগ:
- খেলা
- বুলেটপ্রুফ