নিরুত্তাপ ড্র মোহামেডান-কিংস ম্যাচ

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫, ১৭:২৩

দুই বড় দলের লড়াইয়ে আক্রমণ, পাল্টা-আক্রমণের ধোঁয়া উড়ল না তেমন একটা। আক্রমণ যা হলো, ফিনিশিংয়ের ব্যর্থতায় তাও ভেস্তে গেল। ফেডারেশন কাপের গ্রুপ পর্বে বসুন্ধরা কিংস ও মোহামেডানের ম্যাচটি শেষ হলো সমতায়।


কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মঙ্গলবার গোলশূন্য ড্রয়ে অবশ্য লাভ হয়েছে মোহামেডানের। তিন ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ‘রোড টু ফাইনাল’-এ ওঠার সম্ভাবনা জোরাল করেছে সাদাকালো জার্সিধারীরা। কিছুটা শঙ্কার মেঘ জমেছে কিংসের আকাশে, দুই ম্যাচে ২ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপে পাঁচ দলের মধ্যে চতুর্থ স্থানে আছে তারা।


এই ম্যাচেটি হওয়ার কথা ছিল গত ১৬ ডিসেম্বরে। কিন্তু ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বিজয় দিবসের কুচকাওয়াজ থাকায় পিছিয়ে দেয় বাফুফে। তাতে দুই দল কোমর বেঁধে প্রস্তুতি নেওয়ার জন্য সময় পায় আরও সাত দিন, কিন্তু মাঠের লড়াইয়ে সে প্রস্তুতির প্রতিফলনের দেখা মেলেনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও