You have reached your daily news limit

Please log in to continue


গ্রীসে ঈদে মিলাদুন্নবী পালন

গ্রীসে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে। রাজধানী এথেন্সের দূতাবাস প্রাঙ্গণে দূতাবাস পরিবারের সদস্যদের অংশগ্রহণে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর পূণ্যময় জীবন ও কর্ম নিয়ে আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিল এবং তবারক বিতরণের মধ্যে দিয়ে দিবসটি পালন করা হয়। বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর পূণ্যময় জীবন ও কর্ম নিয়ে আলোচনাকালে গ্রীসে নিযুক্ত বাংলাদেশের রাষ্টদূত আসুদ আহমেদ বলেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর আবির্ভাব বিশ্বমানবতার মু্ক্তির দ্বার খুলে দিয়েছিল। তিনি শুধু ধর্ম প্রচারই করেননি, আজীবন তিনি নির্যাতিত বিপন্ন মানুষের মঙ্গলের জন্য কাজ করেছেন। রাষ্টদূত আরো বলেন, আমরা তার জীবন থেকে সহমর্মীতা, সহনশীলতা ও সততার অনন্য শিক্ষা গ্রহণ করে সমাজের প্রতি দায়িত্বশীল আচরণ এবং শান্তি ও সম্প্রীতির বিশ্ব গড়তে ভূমিকা রাখতে পারি। দূতাবাসের কাউন্সিলর মো. খালেদ আলোচনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। অনুষ্ঠানে হাফেজ মাওলানা মো. আব্দুল লতিফের পরিচালনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন