You have reached your daily news limit

Please log in to continue


৪২৯ কোটি টাকার চার ক্রয় প্রস্তাব অনুমোদন

৪২৯ কোটি টাকার চারটি ক্রয় প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভা কক্ষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটি’র ২৮তম বৈঠকে প্রস্তাবগুলোর অনুমোদন দেয়া হয়। বুধবার বৈঠক শেষে অনলাইনে ব্রিফিং করে এ তথ্য জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র সভায় অনুমোদনের জন্য ৪টি প্রস্তাব উত্থাপন করা হয়। এরমধ্যে স্থানীয় সরকার বিভাগের দুইটি এবং পানি সম্পদ মন্ত্রণালয়ে একটি এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের একটি প্রস্তাবনা ছিলো। অনুমোদিত চারটি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ৪২৮ কোটি ৯৮ লাখ ৯৪ হাজার ২১২ টাকা। মন্ত্রী জানান, মোট অর্থায়নের মধ্যে জিওবি থেকে ব্যয় হবে ১৭৬ কোটি ১৪ লাখ ৫৯ হাজার ২৮৫ টাকা এবং এশীয় উন্নয়ন ব্যাংক থেকে ঋণের পরিমাণ ২৫২ কোটি ৮৪ লাখ ৩৪ হাজার ৯২৭ টাকা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন