স্বর বদলে নারীকণ্ঠে প্রতারণা, ভিডিও-তে দেখালো প্রতারক মাসুদ
নারী সেজে ফেসবুকে অ্যাকাউন্টের মাধ্যমে পুরুষদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতো আটক প্রতারক মাসুক মিয়া ওরফে মাসুদ। মোবাইল নম্বর বা ম্যাসেঞ্জারে গলার স্বর বদলে নারীকণ্ঠে পুরুষদের পটানোর মধুর আলাপ জমাতে পারতো সে। আটকের পর নারীকণ্ঠে প্রতারণার কৌশল র্যাবকে দেখিয়েছে মাসুদ। মাসুদের প্রতারণার কৌশলের একটি ভিডিও ডেইলি বাংলাদেশের হাতে এসেছে।
এর আগে মঙ্গলবার বিকেলে নরসিংদীর মনোহরদী থানার পৌরসভা বাজার থেকে মাসুদকে আটক করে র্যাব।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ৪-এর সিনিয়র এএসপি মো. সাজেদুল ইসলাম সজল জানান, আটক মাসুদ গলার স্বর পরিবর্তন করে নারীকণ্ঠে কথা বলতে পারে। সে নিপুণ অভিনয়ে পারদর্শী। কখনো প্রবাসী নারী, কখনো পুলিশ কর্মকর্তা, কখনো মেয়ের মা-বোন সেজে অভিনয় করে কথা বলতো। ফেসবুকে সুন্দর তরুণীর ছবি দেখে অনেকেই তাকে আসল মেয়ে হিসেবে বিশ্বাস করতেন। সেই বিশ্বাসকে পুঁজি করে অভিনব কৌশলে বিকাশের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় প্রতারক মাসুদ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.