যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ৩৯ নং ওয়ার্ডের ভোট কেন্দ্রে এক ঘণ্টায় ভোট পড়েছে মাত্র ৩টি! শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় ওই কেন্দ্রের সাতটি বুথ সরেজমিনে পরিদর্শন করে এ তথ্য পাওয়া গেছে।
ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মোতাহের হোসেন বার্তা২৪.কম-কে বলেন, ৩৯ ওয়ার্ডের এই কেন্দ্রে মোট ভোটার রয়েছে ২৮২৭ জন। প্রথম এক ঘণ্টায় মাত্র ভোট পড়েছে তিনটি। সুশৃঙ্খলভাবে ভোটগ্রহণ চলছে। তিনি বলেন, আশা করছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে।
এদিকে আওয়ামী লীগ প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনুর কয়েক হাজার সমর্থককে ব্লু কালারের গেঞ্জি পড়ে ভোট কেন্দ্রের বাইরে অবস্থান করতে দেখা গেছে। জটলা সরাতে এক পর্যায়ে পুলিশ ও বিজিবির সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। বিজিবির এক কর্মকর্তা হ্যান্ড মাইক নিয়ে ঘোষণা দেন ৫ মিনিটের মধ্যে কেন্দ্র থেকে ২শ গজ সীমানা না ছাড়লে ব্যবস্থা নিতে বাধ্য হবেন। এক পর্যায়ে মনুর সমর্থকরা পিছু হটে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.