![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo%252Fimport%252Fmedia%252F2016%252F02%252F27%252F8b5d6a5d4d0dd591df4c4daee785d5e0-25.jpg%3Frect%3D43%252C0%252C650%252C341%26overlay%3Dprothomalo-bangla%252F2020-09%252F809b5f18-a26d-47a2-aa48-3dafe2ce0da8%252Fprothomalo_stamp.png%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
পাথরঘাটার মোহনা থেকে পরিত্যক্ত অবস্থায় ২১ অস্ত্র উদ্ধার
বরগুনার পাথরঘাটার লালদিয়ার চরসংলগ্ন বিষখালী-বলেশ্বর নদের মোহনা থেকে পরিত্যক্ত অবস্থায় ২১টি আগ্নেয়াস্ত্র ও ১০টি চাকু জব্দ করেছে পাথরঘাটা কোস্টগার্ড। সোমবার দিবাগত রাত ৩টার দিকে ইঞ্জিনচালিত একটি ট্রলারের ককশিট (বরফ দিয়ে মাছ রাখার জায়গা) থেকে ওই অস্ত্র জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড সদস্যরা।
পাথরঘাটা কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মেহেদী হাসান বলেন, সুন্দরবনসহ পাথরঘাটা উপকূলীয় এলাকার নদ-নদীতে ডাকাতি করার উদ্দেশ্যে বিপুল পরিমাণ অস্ত্র মজুত করা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে বলেশ্বর ও বিষখালী নদীর মোহনায় অবস্থান নেন কোস্টগার্ড সদস্যরা। কোস্টগার্ডের অবস্থান টের পেয়ে লালদিয়ার চরে একটি ট্রলার রেখে পালিয়ে যান দুর্বৃত্তরা। পরে ওই ট্রলার তল্লাশি করে ৭টি দেশীয় পিস্তল, ১৪টি একনলা পাইপগান ও ১০টি চাকু জব্দ করা হয়।