শিশুকে ধর্ষণের ঘটনা ৪০ হাজার টাকায় মিমাংসা, মেনে নিলেন মা
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মোবাইল ও টাকার প্রলোভন দেখিয়ে এক শিশুকে ধর্ষণের ঘটনা ৪০ হাজার টাকায় মিমাংসা করার অভিযোগ উঠেছে। অভিযুক্তের নাম আনারুল ইসলাম । তিনি ৫ সন্তানের জনক ও উপজেলার পাবর্তীপুর ইউনিয়নের দায়েমপুর-হঠাৎপাড়া গ্রামের ঝাটু কোলার ছেলে।
স্থানীয়রা জানায়, গত ৩০ সেপ্টেম্বর দুপুরে শিশুটি ঘাস কাটতে গেলে মোবাইল ও টাকার প্রলোভন দেখিয়ে পাশের আমবাগানে নিয়ে ধর্ষণ করেন আনারুল ইসলাম। এরপর গত ৬ অক্টোবর সকালে অভিযুক্ত ব্যক্তির আত্মীয় ও ধান-চাল ব্যবসায়ী আজহারের ছেলে আমিনুল ইসলাম স্থানীয় সালিশে এর সমাধান করে দেন।
ধর্ষণের শিকার শিশুটি জানায়, ঘাস কাটতে গেলে আনারুল তাকে ধর্ষণ করেন। এসময় চিৎকার করার চেষ্টা করলে তার মুখে গামছা বেঁধে দেন আনারুল। পরে বিষয়টি কাউকে জানালে খুনের হুমকি দেন তিনি।
পাবর্তীপুর ইউনিয়নের হঠাৎপাড়া গ্রামের ফারুকের ছেলে কারিম ও লুৎফর রহমানসহ আরো কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, ৫ দিন আগে পাশের আমাবাগানে ধর্ষণের ঘটনা ঘটেছে বলে আমরা জানি। কিন্তু টাকার বিনিময়ে মেয়ের মা-বাবার সঙ্গে সমাধান হওয়ায় এবং মেয়েটির পরিবার এ ব্যাপারে নিরব থাকায় এলাকাবাসী নি:শ্চুপ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.