![](https://media.priyo.com/img/500x/https://cdn.banglatribune.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/10/07/41cd03ad4cc0ebe5e8c79fe599b1b1ef-5f7dda8722a3d.jpg?jadewits_media_id=692488)
শার্শায় ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন
‘হারবে ধর্ষক, জিতবে দেশ, ধর্ষণ মুক্ত বাংলাদেশ’ এই স্লোগানে শার্শা’সহ দেশব্যাপী ধর্ষণ ও নারী সহিংসতা এবং ধর্ষকদের ‘দ্রুত বিচার আইন’-এ সর্ব্বোচ শাস্তির দাবিতে শার্শায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সকাল ১০টার সময় উপজেলার নাভারণ সাতক্ষীরা মোড়ে উদ্ভাবক মিজানুর রহমান মিজানের উদ্যোগে ৭ দফা দাবিতে এ মানববন্ধন হয়।
এ সময় মানববন্ধন কর্মসূচিতে যোগ দেন, ঝিকরগাছা সেবা সংগঠন, ঝিকরগাছা সেবক সংগঠন, সার্চ মানবাধিকার কল্যান ট্রাস্ট শার্শা, নবীবনগর মিতালী যুব সংঘ ও বাঁকড়া স্বপ্নচূড়া সংগঠন’সহ বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মীরা।